ইভেন্ট

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বন্দনায় টিকটকে গান গেয়ে ভাইরাল হল এই যুবক, দেখুন ভিডিও

Advertisement

করোনা রুখতে ৩রা মে পর্যন্ত লকডাউন বর্ধিত হয়েছে দেশজুড়ে। প্রত্যেক দেশবাসীকে বারবার অনুরোধ করা হয়েছে বাড়ির বাইরে না যেতে। এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রীর উপাসনা করে গান গাইলেন এক যুবক। গানটি তার নিজেরই লেখা। টিকটকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় এক যুবক হাতে মাইক নিয়ে বারান্দায় দাঁড়িয়ে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘কেশরী’ এর ‘তেরি মিট্টি’ গানটির সুরে নিজের লেখা শব্দ বসিয়ে একটি গান গাইছেন। যেটিতে রীতিমতো প্রধানমন্ত্রীর গুণগান করছেন। সমালোচকেরা একে মোদি বন্দনা বলেও আখ্যা দিয়েছেন।

গানের লাইনের অর্থ হলো, “দেশ তুমি হাসতে থাকো। মোদি আছেন বলেই আমরা রক্ষা পাচ্ছি। সঙ্কট যতই তীব্র হোক না কেন, আমাদের সমস্ত সমস্যা থেকে রক্ষা করেছেন তিনি। আমরা এই নিয়ম মেনে চলবো এবং একসঙ্গে করোনাকে হারাবো।”
গানটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “এটি মোদিজি পর্যন্ত পৌঁছে যাক …”

@varun_bharti_musicइसको मोदी जी तक पुहंचा दो… ##pmmodi ##lockdown ##varunbhartimusic ##guzarasong ##guzara ##gharbaithoindia

♬ original sound – Varun Bharti

গানটি গেয়েছেন বরুণ ভারতী নামের এক ব্যাক্তি। যিনি সাধারণত শখে গান করেন এবং টিকটকে বিভিন্ন রকমের ভিডিও দিতে পছন্দ করেন। এই গানের ভিডিওটিতে প্রায় ৪.৩ মিলিয়ন ভিউ হয়েছে এছাড়া ৯ হাজারেরও বেশি মানুষ এটিতে মন্তব্য করেছেন। অনেকেই বরুণের গানের প্রশংসা করেছেন, শুধু তাই নয় স্বয়ং প্রধানমন্ত্রীও তার তারিফ করেছেন।

Related Articles

Back to top button