আজ রাজ্যে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। দুই বঙ্গের সাথে কলকাতাতেও আজ বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। মূলত উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প এসে ঢুকছে রাজ্যে। তাই আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে রাজ্যে।
আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। কলকাতাতেও রয়েছে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু এলাকাতে কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারেও উত্তরবঙ্গের ৫ জেলাতে ঝড়-বৃষ্টি হতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙ, দার্জিলিং-এ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
আবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই ২৪ পরগনার রবিবার বৃষ্টি হতে পারে। কোথাও ঝোড়ো হাওয়া বইবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। আকাশ মেঘলা। বাতাসে জলীয়বাষ্পের পরিমান ৫৩ থেকে ৭৮ শতাংশ। গতকাল কলকাতার কিছু এলাকাতে হালকা বৃষ্টিপাত হয়েছে। আজ বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।