নিউজ

জেনে নিন সংবিধানের 370 ও 35A ধারায় বাড়তি কি কি সুবিধা পেল সাধারণ মানুষরা?

Advertisement
Advertisement

সংবিধানের ৩৭০ ও ৩৫A ধারায় বাড়তি কিছু সুবিধা পেত কাশ্মীর। জেনে নিন কি কি সেই সুবিধা।

Advertisement
Advertisement

১. আর্থিক, প্রতিরক্ষা, পরিবহণ ও বিদেশ ছাড়া সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে বিধানসভার।
২. ১০০ কোটি টাকার কম কাজে অনুমোদন লাগে না।
৩. রাজ্যের বাসিন্দা ছাড়া কোনো সংলগ্ন এলাকায় বাড়ি, জমি কেনা যাবে না।
৪. রাজ্যের বাসিন্দা কে, তা ঠিক করার অধিকার একমাত্র আইনসভা ও স্থানীয় প্রশাসনের।
৫. আয়কর ও বাণিজ্যকরে ছাড় (৭০% পর্যন্ত) ৷ টাকা লেনদেনে কোনও ঊর্ধ্বসীমা নেই। পাশাপাশি সম্পত্তি হস্তান্তরে কোনও কর নেই৷
৬. ভর্তুকিতে খাবার ও ওষুধ পাওয়া যাবে৷ সরকারি চাকরিতে সংরক্ষণ মূলক সুবিধা৷

Advertisement

Related Articles

Back to top button