বর্তমানে কাশ্মীরের অবস্থা কী,বিশেষ মর্যাদা হারিয়ে কেমন আছেন কাশ্মীরবাসী?এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা ব্যর্থ এখন।কারন ইন্টারনেট, মোবাইল, ল্যান্ডফোন, ব্রডব্যান্ড, কেবল সমস্ত যোগাযোগের মাধ্যম বন্ধ হয়ে রয়েছে।অধিকাংশ ওয়েব পোর্টালেই রবিবার রাতের পরের কোনো খবর বা আপডেট নেই।কারন ইন্টারনেট পরিষেবা বন্ধ।রবিবার রাতের মেহবুবা মুফতির বাড়িতে সেই সর্বদল বৈঠকের খবর এখনও রয়েছে রাইজিং কাশ্মীর-এ।গ্রেটার কাশ্মীরের শেষ আপডেট ওমর আবদুল্লা,মেহবুবা মুফতি, সাজ্জাদ লোনদের গৃহবন্দির খবর।
নিউজ পোর্টালগুলির অবস্থা প্রায় একই।ইন্টারনেট বন্ধ থাকায় কোনো আপডেট হয়নি।জাতীয় বা অন্য কোনো রাজ্যের যে সব সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কাশ্মীরে গিয়েছেন, তাদের শ্রীনগর ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া হচ্ছে না।তবে মঙ্গলবার সংবাদ মাধ্যমে উপত্যকার আর এক নেতা তথা ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লাকে দেখা গিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি সংবাদ মাধ্যমে দাবি করেন, তাকেও গৃহবন্দি করা হয়েছিল।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুককে গৃহবন্দি করা হয় নি।পর্যবেক্ষকদের মতে, সমস্ত পরিষেবা স্বাভাবিক হবার পর এই অবস্থা বজায় থাকলে তবেই প্রকৃত শান্তি ফিরবে।কাশ্মীরবাসী অপেক্ষায় রয়েছেন, কবে পরিষেবা চালু হবে।প্রকৃত ছবিটা পাওয়া যাচ্ছে না সংবাদ মাধ্যমে।জাতীয় নিরাপত্তা উপদেষ্টার রিপোর্ট বলছে, শান্ত, স্বাভাবিক উপত্যকা।কিন্তু সত্যি কী তাই?সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে।