ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর, লকডাউনে নতুন পরিষেবা চালু করলো বন্ধন ব্যাংক
দেশ জুড়ে জারি থাকা লকডাউনের মাঝেই ছোট ব্যবসায় ঋণ দেওয়ার পরিষেবা আবার শুরু করলো বন্ধন ব্যাংক। আজ ব্যাংকের তরফে ঘোষণা করা হয়েছে একথা। ছোট ব্যবসায়ী গ্রাহকদের কথা মাথায় রেখেই তাদের এই পরিষেবা পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে বন্ধন ব্যাংক। সবচেয়ে কম যত সংখ্যক কর্মী প্রয়োজন তা নিয়েই আপাতত পরিষেবা প্রদান শুরু করেছে বন্ধন ব্যাংক।
লকডাউন জারি হওয়ার পর থেকে বন্ধন ব্যাংকের ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকলেও বন্ধ ছিল ক্ষুদ্র ঋণ দেওয়ার পরিষেবা। কেন্দ্রীয় সরকার যে এলাকা গুলিকে গ্রিন জোন রূপে চিহ্নিত করেছে সেই এলাকা গুলিতেই এই মুহূর্তে পরিষেবা দেওয়া হবে। বন্ধন ব্যাংক জানিয়েছে, ছোট ব্যবসায়ী, কৃষকদের এই লকডাউনে টাকার প্রয়োজন হলে তারা যেন তা সহজেই পেয়ে যান তারজন্যই ক্ষুদ্র ঋণ দেওয়ার পরিষেবা চালু করা হলো।
এই পরিষেবা এই মুহূর্তে কেবলমাত্র কেন্দ্র সরকারের ভাগ করে দেওয়া গ্রিন জোনেই দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, হরিয়ানা এবং রাজস্থানে এই পরিষেবা চালু হচ্ছে। বাকি রাজ্য গুলিতে সরকারের তরফে নির্দেশ পেলে সেখানেও শুরু হবে এই পরিষেবা দেওয়া। বন্ধন ব্যাংকের সিইও চন্দ্রশেখর ঘোষ বলেছেন, ‘লকডাউনের ফলে আমাদের ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের বিভিন্ন ব্যবসার উপর প্রভাব পড়েছে, তার জন্য তাদের আর্থিক সাহায্য প্রয়োজন। সেদিকে তাকিয়েই আমরা ক্ষুদ্র ঋণ দেওয়ার পরিষেবা পুনরায় চালু করছি।’
ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকরা ঋণের টাকা নিতে ব্যাংকের নির্দিষ্ট শাখায় না পৌঁছাতে পারবেনা ব্যাংক কর্মীরা সরাসরি সেই গ্রাহকের বাড়ি পৌঁছে যাবে। ব্যাঙ্কিং এবং ঋণ দেওয়া পরিষেবা চালু করলেও সুরক্ষার দিকটা বন্ধন ব্যাংক পুরোপুরি ভাবে মাথায় রেখেছে। ব্যাংকের কোনো শাখায় গেলে বা ঋণের টাকা আনতে গেলে গ্রাহককে মাস্ক পরে যেতে হবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফে। ব্যাংকে গিয়ে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখারও আবেদন করা হয়েছে গ্রাহকদের কাছে।