দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশে লকডাউন চলছে প্রায় ১ মাস ধরে। কিন্তু করোনা সংক্রমণের রাশ টানা যাচ্ছে না। ঝড়ের গতিতে হচ্ছে সংক্রমণ। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গন্ডি পেরিয়ে গেছে। মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ২০ হাজার ৪৭১ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৬ জন আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২-তে। তবে একটু হলেও স্বস্তির খবর যে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯৫৯ জন। সূত্রের খবর অনুযায়ী বর্তমান পরিস্থিতির কথা ভেবে ফের দেশের সব মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করা হবে বলে জানা গেছে।
দেশকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে কেন্দ্র-রাজ্য উভয়ই যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছেন। কিন্তু তেলেঙ্গানাতে লকডাউনের সময়সীমা ৩ মে থেকে বাড়িয়ে ৭ মে পর্যন্ত করা হয়েছে বলে জানা গেছে।