করোনা মোকাবিলায় নিজেদের জীবন বাজি রেখে লড়ে চলেছেন ডাক্তাররা। যাদের সবরকম সুবিধা দেওয়া প্রয়োজন, এবার তাদের প্রতিই চরম উদাসীনতার অভিযোগ উঠলো। জানা গেছে, ডাক্তারদের মিলছে না উপযুক্ত খাবার, নেই থাকার জায়গা। অবশেষে একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসলো সরকারি কর্মকর্তারা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায়। যেখানে একদল সরকারি চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের রাখা হয় একটি সরকারি স্কুলে। এক একটি ঘরে চারটি করে বিছানা পেতে থাকতে দেওয়া হয় তাদের। সেখানে নেই ঠিকঠাক শৌচাগারের সুবিধা। আবার কারেন্ট চলে গেলেও নেই কোনো বিকল্প ব্যবস্থা। খাবার হিসেবে দেওয়া হয় প্লাস্টিকে মুড়িয়ে রাখা বাসি পুরি। এই শোচনীয় অবস্থা না সহ্য করতে পেরে অবশেষে ভিডিও করে প্রকাশ্যে আনেন তারা। এই বিষয়ে সংশ্লিষ্ট জেলার মুখ্য মেডিকেল আধিকারিককে চিঠি লিখেও জানান তারা।
শৌচাগার ও খাবারের ভিডিও প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় প্রশাসন। থাকার জায়গা পাল্টে কাছের একটি গেস্ট হাউসে রাখা হয় তাদের। একই সাথে তাদের যাতে কোনোরকম সমস্যা না হয়, সে দিকেও বাড়তি নজর দেওয়া হয়।