নিউজপলিটিক্স

#Breaking : প্রয়াত হলেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ (১৯৫২ – ২০১৯)

Advertisement

রাজীব ঘোষ: মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমসে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।এবারের লোকসভা নির্বাচনে সুষমা স্বরাজ প্রতিদ্বন্দ্বিতা করেন নি। কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে। সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী হিসেবে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। বিশ্বের যে কোনো প্রান্তে যখনই কোনো ভারতীয় অসুবিধায় পড়েছেন তখনই তিনি তার পাশে দাঁড়িয়েছেন। ভারতের হয়ে বিদেশমন্ত্রীর দায়িত্ব তিনি যথেষ্ট সফলতার সঙ্গে পালন করেছেন। তার ভূমিকার কথা দেশবাসী শ্রদ্ধার সহিত মনে রাখবে। লোকসভা নির্বাচনে তিনি নিজেই দাঁড়াতে চাননি। অসুস্থতার কারণে তিনি অব‍্যাহতি চেয়েছিলেন। দিল্লির এইমসে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ভর্তি হবার পর বিজেপির জে পি নাড্ডা সহ অন্যান্য নেতৃত্ব দেখতে গিয়েছিলেন। তবে কিছুক্ষণ আগে ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ প্রয়াত হয়েছেন।

Related Articles

Back to top button