এবার পূর্ব বর্ধমান জেলায় আরও এক কোভিড-১৯ আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। ৯ বছরের এক শিশুর শরীরে মিলেছে করোনা ভাইরাস। এর আগে পূর্ব বর্ধমান জেলার বাদুলিয়ায় এক কোভিড-১৯ আক্রান্ত রোগীর খোঁজ মেলে। জানা যায়, সেই আক্রান্ত ব্যক্তির ভাইঝি এই শিশু। ওই শিশুকে দুর্গাপুরের সনকা হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, এক ব্যক্তির কয়েকদিন আগেই খন্ডঘোষের বাদুলিয়ায় কোভিড-১৯ আক্রান্ত হন। তারপরে তার লালা রস সংগ্রহ করে কোলকাতায় পাঠানো হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসে। একে একে তার পরিবারের সব সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যদিও পরিবারের আর কারো শরীরে করোনার উপসর্গ দেখা যায়নি। তবে ওই শিশুর শরীরে বৃহস্পতিবার করোনার নমুনা মেলে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি কোলকাতার মেটিয়াবুরুজে একটি বেসরকারি কাপড়ের কারখানায় কাজ করেন। করোনার প্রকোপে দেশ লক ডাউন হয়ে যাওয়ায় তিনি বাড়ি ফিরে আসেন। তবে বাড়ি ফিরে সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে থাকেন। গত ১৬ই এপ্রিল তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে যান এবং তাকে সেখান থেকে বর্ধমান শহর লাগোয়া দু নম্বর জাতীয় সড়কের ধারে করোনা হাসপাতালে ভর্তি করা হয়।
আর এরপরই তার পরিবারের সকলকে একে একে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে গত বৃহস্পতিবার ওই পরিবারের এক ৯ বছর বয়সী শিশুর শরীরে করোনার উপসর্গ মিলেছে। এরপর প্রশাসনের তরফ থেকে পুরো এলাকা সিল করে দেওয়া হয়। জানান হয়েছে, এরপর থেকে ওই এলাকায় রেশন দোকান, খাবার বিতরণ সমস্ত কিছু বন্ধ থাকবে। প্রশাসন খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেবে।