করোনা আক্রান্তে জর্জরিত গোটা বিশ্ব। প্রতিষেধক তৈরির চেষ্টা চালানো হচ্ছে ক্রমাগত। তবে এরই মাঝে মনে করা হচ্ছিলো তীব্র রোদ এবং গরমে এই ভাইরাসের বাঁচা সম্ভব হয়না। এই বিষয়ে গবেষণাও চালিয়ে যাচ্ছেন মার্কিন বিজ্ঞানীরা। যদিও এখনও পর্যন্ত কিছু প্রমাণিত নয়।
বেশ কিছুদিন আগে, ইউ এস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিরেক্টরেটের প্রধান উইলিয়াম ব্রায়ান জানিয়েছিলেন যে, তীব্র রোদ, গরম ও আর্দ্র আবহাওয়াতে করোনা ভাইরাস কার্যক্ষমতা সাময়িকভাবে হারিয়ে ফেলে।
এইরকম অনেক তথ্য সামনে এলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে সতর্ক করে বলেন যে, যেহেতু এই ধারণা এখনও প্রমাণিত হয়নি তাই এসবে বিশ্বাস করবেন না। এখন একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। যতদিন না পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, বাড়িতেই থাকুন। শুধু তাই নয় তিনি আরও বলেন, গ্রীষ্মপ্রধান দেশগুলিতেও করোনা সমানভাবে সক্রিয়। এসবে কান না দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা জারি করা নির্দেশিকা মেনে চলার কথা বলেন তিনি।
প্রসঙ্গত, হোয়াইট হাউসের পক্ষ থেকে ব্রায়ান জানান, মার্কিন গবেষকরা এই তথ্যের ওপর কাজ করছেন। তাদের মতে এই ভাইরাসটি ঘরের শুষ্ক ও বদ্ধ পরিবেশে জীবন্ত হয়ে উঠলেও সরাসরি সূর্যের আলোতে কর্মক্ষমতা হারিয়ে ফেলে।