Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টিকিয়াপাড়ার ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে, জানালো রাজ্য

Updated :  Wednesday, April 29, 2020 9:23 AM

মঙ্গলবার লকডাউন কার্যকর করতে গিয়ে হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বাধে স্থানীয় মানুষের। ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারও করা হয়। আর এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর গতকাল রাতে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়, টিকিয়াপাড়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এধরণের ঘটনা মেনে নেওয়া হবে না। রাজ্য পুলিশের এই টুইটের পর তা রিটুইট করেন মুখ্যমন্ত্রী। আর এ থেকেই পরিষ্কার দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাইছেন মুখ্যমন্ত্রীও।

মঙ্গলবার বিকেলে রেড জোনড এলাকা হাওড়ার বেলিলিয়াস রোডে একটি বাজারে অনেক লোক জমা হয়। পুলিশ তাদের দিকে তেড়ে গেলেও পুলিশের কথাই পাত্তা দেয়নি জমায়েতের লোকজন। উল্টে পুলিশের সাথে হাতাহাতি শুরু করে দেয় তারা। পুলিশকে মারতে উদ্যত হলে ওই এলাকার আরও কিছু লোকজন তাতে যোগ দেয়। পুলিশকে লক্ষ্য করে ইঁট, বোতল ছোঁড়া হয়। এতে দুই পুলিশকর্মী আহত হলে পুলিশ এলাকা ত্যাগ করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। র‍্যাফ নামানো হলে উত্তেজিত জনতা র‍্যাফকেই ঘিরে ধরে এবং পরে তাড়া করে। এই ঘটনার পর হাওড়া ও ব্যাঁটরা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকা ফাঁকা করে দেয়। টহল দেওয়া শুরু করে পুলিশ বাহিনী।

এই ঘটনার পরই রাতে টুইট করা হয় রাজ্য পুলিশের তরফে। সেখানে কড়া ভাষায় বলা হয়, এই ধরণের ঘটনা মানা হবেনা। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। টিকিয়াপাড়ার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ভাবে জলঘোলাও শুরু হয়েছে। আর সেইজন্যই পুলিশ এত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার কথা জানালো বলে মনে করা হচ্ছে। বিশিষ্টদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে রজনীতি না করে এখনই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।