Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাবার মৃত্যু বার্ষিকীতে ২০০ দুঃস্থ পরিবারকে সাহায্য

মলয় দে,নদীয়া :নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি কুমোর পাড়া ঘোষ লেনের বাসিন্দা শিব নারায়ন স্বর্ণকারের মৃত্যু হয়েছিল ২০১৫ সালের ২৯শে এপ্রিল । ছেলে-মেয়েরা প্রতি বছরই এই দিনটি পালন করে চলেছে বাবার…

Avatar

মলয় দে,নদীয়া :নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি কুমোর পাড়া ঘোষ লেনের বাসিন্দা শিব নারায়ন স্বর্ণকারের মৃত্যু হয়েছিল ২০১৫ সালের ২৯শে এপ্রিল । ছেলে-মেয়েরা প্রতি বছরই এই দিনটি পালন করে চলেছে বাবার মৃত্যুবার্ষিকী হিসেবে । করোনার ভয়াল গ্রাসে লকডাউন চলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ । পরিবারের পক্ষ থেকে এবছরে আত্মীয়-স্বজন কারোর জন্য কোন খাওয়ার দাওয়া বা নিমন্ত্রন পর্যন্ত করেননি ।

আত্মীয় সজন বন্ধু বান্ধবদের না খাইয়ে, সেই অর্থে এলাকার দরিদ্র মানুষদের ত্রান সামগ্রী বিতরণ করলেন ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের শিক্ষিকা শুচিস্নিগ্ধা স্বর্ণকার ও তার বোন বিশিষ্ট বিজ্ঞানী ড. স্নেহসিক্তা স্বর্ণকার ।আজ তাদের বাসগৃহ থেকে ২০০টি দুঃস্থ পরিবারকে এই করোনা মহামারীর সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ প্রাপক এলাকার অঞ্জনা মণ্ডল বলেন, “ওনাদের বাবার মৃত্যুবার্ষিকীতে দিদিরা গরিব-দুঃখীদের প্রতিবছরই খাওয়ান এবার সাধারণ মানুষের জন্য সাহায্য করলেন খুব উপকৃত হলাম । ওনার বাবার আত্মার শান্তি কামনা করি ।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ প্রসঙ্গে ড. স্নেহসিক্তা স্বর্ণকার বলেন ” আজ বাবার মৃত্যুবার্ষিকী । প্রতিবছরই পরিবারের পক্ষ সাধারণ মানুষের জন্য কিছু করা হয় ।সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই আয়োজন”। শিক্ষিকা সূচীস্নিগ্ধা স্বর্ণকার বলেন ” এই বিপদের দিনে ওরা তো আমাদের মুখ চেয়ে বসে আছে তাই ওদের পাশে থাকার চেষ্টা করলাম ।”

About Author