দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৪৩ জন। ক্রমেই আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড গড়ছে। যত দিন এগোচ্ছে আরও ভয়াবহ আকার নিচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় নতুন করা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৩ জন। শুধু আক্রান্তই নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত একদিনে মোট মৃত্যু হয়েছে ৭৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনার কবলে প্রাণ দিয়েছেন ১ হাজার ১৪৭ জন।
মোট সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৮৮৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৬৩ জন। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন যে গত ১৪ দিনে দেশে সুস্থতার হার অনেকটাই বেড়েছে। এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ক্রমেই ঊর্দ্ধমুখী হচ্ছে। সেখানে করোনা সংক্রমণের সংখ্যা ১০ হাজার ৪৯৮ জন। আর মৃতের সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক। মহারাষ্ট্রে ৪৫৯ জনের করোনাতে মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে গুজরাট(৪,৩৯৫) তৃতীয় স্থানে আছে দিল্লি। সংক্রমণের সংখ্যা ৩ হাজার ৫১৫ জন। আর দিল্লির পরেই সংক্রমণের নিরিখে আছে ২ হাজার ৬৬০ জন। আর পঞ্চম স্থানে রয়েছে ২ হাজার ৫৮৪ জন।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। ফলে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩৯ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ৩৩ জনের। রাজ্যের রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা একই রয়েছে।