গ্রিন জোনে লকডাউনে বাস চালানোর কথা বলা হলেও তাতে সম্মতি নেই বাস মালিকদের। কারন এতে তাদের আয় না হলেও ব্যয় নির্ধারিত, করোনা সতর্কতায় আগের মত যাত্রী না হওয়ার ফলে বাস চালালে লাভের তুলনায় লোকসান হবে বেশি, কারণ একটি বাসে ২০ জন যাত্রীর বেশি নেওয়া যাবে না তা আগেই জানানো হয়েছে।
তাই বাস চালাতে নারাজ বাস মালিকরা সরকারের থেকে সহযোগিতার আশা রাখছেন, যদি এ ব্যাপারে সরকারের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয় লোকসান, আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় বাসচালক, কন্ডাক্টরদের জন্য তবেই এমন পরিস্থিতিতে বাস চালাতে পারবেন বাস মালিকরা ।
নবান্নে বুধবার হওয়া সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে সব জায়গায় গ্রিন জোন সেখানে নিয়ম মেনে বাস চালানো যাবে। তবে যাত্রী সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ২০ জন যাত্রীর বেশি নেওয়া যাবে না বাসে।
রাজ্য সরকার পক্ষ থেকে জানানো হয়েছে জেলায় সীমাবদ্ধ বাস পরিষেবা সোমবার থেকে চালু হবে গ্রিন জোনে। যেহেতু যাত্রী সংখ্যা থাকবে ২০জন তাই এত কম যাত্রী নিয়ে বাস চালানো হলে ভাড়া বাড়ানো হবে না একই থাকবে তা নিয়ে এখনো কিছু বলা হয়নি। তবে বাস মালিক দের শঙ্কা এত কম যাত্রী নিয়ে বাস চালালে তাদের লোকসান হবে তাই তাদের এ ব্যাপারে আপত্তি আছে, তবে সরকারের সাহায্য পেলে তারা নির্দিষ্ট নিয়ম মেনে চালু করবে বাস পরিষেবা।