মলয় দে, নদীয়া:- ভারতের একাধিক নক্ষত্রপতন! মাত্র কিছু ঘন্টার ব্যাবধানে ঘুমের দেশে বিলীন হয়ে গেলেন তিন নামীদামী ব্যক্তিত্ব। যাদের কাজ নিয়ে গর্বিত গোটা দেশ। এদের মধ্যে দু’জন ভারতীয় সিনেমা জগতের দুই জনপ্রিয় তারকা ইরফান খান ও ঋষি কাপুর এবং তৃতীয়জন ভারতীয় ফুটবল জগতের মধ্যমণি, বাঙালির গর্ব চুণী গোস্বামী।
২৯শে এপ্রিল সকাল এগারোটা নাগাদ ইরফান খানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। বলিউডের অপূরনীয় এই ক্ষতির রেশ কাটতে না কাটতেই পরদিন সকালেই ঋষি কাপুরের জীবনাবসান ঘটে। এরপর এদিন বিকেলেই বিখ্যাত ফুটবলার চুণী গোস্বামীও জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করেন। এই তিন তারকার মৃত্যুতে শোকাহত হয়ে এক শিল্পী তার নিজস্ব শিল্পপ্রতিভার মাধ্যমে ক্ষুদ্র ছোলার ডালের দানায় এই তিনজনের ছবি এঁকে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন।
রানাঘাট আইসাতলার বাসিন্দা মানিক দেবনাথ, পেশায় ব্যাবসায়ী নেশা তার ছবি আঁকা। বয়স ৫৬ এই বয়সে তার নেশা আরও জাঁকিয়ে বসছে। সিনেমার জনপ্রিয় নায়ক ঋষি কাপুর ও ইরফান এর পর পর মৃত্যু তারপর ভারতীয় ফুটবলের ও মোহনবাগানের শ্রেষ্ঠ ফুটবলার চুনি গোস্বামীর মৃত্যুতে শোকাহত হয়ে রাত জেগে ছোলার ডালের ওপর তাদের ছবি আঁকলেন ।এই ছবি তাদের প্রতি সন্মান ও শ্রদ্ধাজ্ঞাপন এমনটাই জানালেন শিল্পী।