দেশনিউজরাজ্য

লকডাউন ৩.০: সন্ধ্যে ৭ টার পর বাইরে বেরোনো যাবে না, কড়া নজরদারি রাখবে পুলিশ

Advertisement

আজ থেকে শুরু লকডাউন ৩.০ অর্থাৎ লকডাউনের তৃতীয় দফা। আজথেকে আগামী ১৭ মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউন। যদিও বিশেষ নিয়মকানুন শুক্রবার লকডাউন ঘোষণার সময় থেকেই শুরু হয়ে গেছে। এবারের লকডাউনে সব কিছুর উপর নিষেধাজ্ঞা নেই। জোন ভিত্তিক বিভিন্ন অঞ্চলে অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে। আবার অনেক কিছুতে কড়া নিষেধাজ্ঞা রেখেছে কেন্দ্র।  নতুন নির্দেশিকায় সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা অবধি বাইরে বেরোনোর ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে কেন্দ্র।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাতে বলা হয়েছে, রেড, অরেঞ্জ, গ্রিন জোনের কেউ সন্ধ্যে ৭ টার পর বাড়ি থেকে বেরোতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই নির্দেশিকাতে রাজ্যকে কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। সন্ধ্যে ৭ টার পর থেকে সকাল ৭ টা পর্যন্ত কেউ যাতে বাড়ি থেকে না বেরোন সেদিকে নজরদারি চালানোর জন্য স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারি জারি করতে বলা হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় নির্দেশিকাতে প্রয়োজনে ১৪৪ ধারা অনুযায়ী কার্ফু জারির নির্দেশ ও দেওয়া হয়েছে। তবে রেড জোনে বিশেষ নিষেধাজ্ঞা জারি রয়েছে, কিন্তু লকডাউন ৩.০ তে রেড জোনেও ছাড় দিয়েছে কেন্দ্র। গ্রিন জোনে প্রায় সব ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। শুধুমাত্র সারা দেশজুড়ে যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে, সেগুলিতে ছাড় দেওয়া হয়নি। এছাড়া কেন্দ্রের নির্দেশিকাতে স্পষ্ট করে বলা হয়েছে ৬৫ বছররে ঊর্ধ্বে, ১০ বছরের নিচে শিশুদের ও অন্তঃসত্ত্বা মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।

Related Articles

Back to top button