কেন্দ্রীয় সরকার আজ থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। তবে এক্ষেত্রে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। কিন্তু আজ সকাল থেকেই মদের দোকান খোলার পর থেকেই কলকাতা সহ সমস্ত জেলাতে মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ। চারিদিকে নিয়ম ভঙ্গের দৃশ্য দেখা গেছে। কলকাতার বিভিন্ন মদের দোকানের সামনে প্রায় ১০০০ লোকের লাইন দিতে ও দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে কোথাও আবার লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। এরপরেই রাজ্য আবগারি দফতরের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় যা যা বলা হয়েছে-
১) ৫ জনের বেশি মদের দোকানের সামনে দাঁড়ানো যাবে না। ৬ ফুট দূরত্বে দাঁড়াতে হবে।
২) একজনকে একবারে ২ বোতলের বেশি মদ বিক্রি করা যাবে না।
৩) দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।
৪) মাস্ক পরে না এলে কাউকে মদ বিক্রি করা যাবে না।
৫) মদের নতুন যে দাম হয়েছে সেই দামের তালিকা দোকানের সামনে টাঙিয়ে রাখতে হবে।
৬) কাউন্টারে স্যানিটাইজার রাখতে হবে। সিল করা বোতলেই কেবলমাত্র বিক্রি করা যাবে।
৭) মদের দোকানদারকে ভলান্টিয়ার রাখতে হবে, ভিড় সামলানোর জন্য।
৮) কোনও কনটেনমেন্ট জোনে মদের দোকান খোলা রাখা যাবে না।
৯) কোনও মার্কেট বা শপিং মোলের মদের দোকান খোলা রাখা যাবে না। কোনও বার, ক্লাব বা হোটেলের সঙ্গে থাকা মদের দোকান খোলা যাবে না।
১০) কেবলমাত্র যেখানে একটি দোকান আছে সেখানেই মদের দোকান খোলা যাবে।
১১) আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট জেলাশাসক ও পুলিশ সুপারদের কোন কোন জায়গাতে মদের দোকান খোলা যাবে তার তালিকা দেবেন।
১২) সংক্রমণ ছড়িয়েছে এমন এলাকায় কোনও মদের দোকান খোলা যাবে না।