স্টাফ রিপোর্টার: ভাইজ্যাগের পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের রায়গড়ে একটি কাগজ তৈরির কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। বিষাক্ত সেই গ্যাসের ফলে সাতজন কর্মী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। তাঁর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এমনটাই জানিয়েছেন রায়গড়ের এসপি সন্তোষ সিং।
জানা গিয়েছে, লকডাউন বিধি মেনেই খোলা হয় কারখানা। সেখানে কর্মীরা নিজেদের কাজে ফিরে আসেন। বুধবার রাতে কারখানাটি পরিস্কারের জন্য খোলা হলে তখনই গ্যাস লিক্ করা শুরু করে বলে জানা গিয়েছে। এরপর ওই গ্যাস লিক্ হওয়ায় ঘটনাস্থলে সাতজন কর্মী অসুস্থ হয়ে পড়লে কারখানার মালিক তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যদিও কারখানার মালিক প্রথমে পুলিশকে কিছুই জানাননি।
Chhattisgarh: Raigarh Superintendent of Police Santosh Singh & Collector Yashwant Kumar meet those who were affected by gas leak at a paper mill in the district. SP says, “Owner of the mill tried to hide the incident from us & did not inform police. A case will be registered”. https://t.co/VsOVl6l3TU pic.twitter.com/p1D73NLAVW
— ANI (@ANI) May 7, 2020
পরে হাসপাতালে কর্মীদের নিয়ে গেলে হাসপাতাল কতৃপক্ষ পুলিশকে খবর দেয়।অপরদিকে একইদিনে ভাইজ্যাগে প্লাস্টিক কারখানায় গ্যাস লিক্ করে সেখানে মৃত্যু হয়েছে ১১ জনের। ৫,০০০ এরও বেশি মানুষ অসুস্থ।