Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মারা গেলেন ‘গোল্ড ম্যান’

পুনে : দেশব্যাপী "গোল্ড ম্যান" নামে পরিচিত ৩৯ বছর বয়সী সম্রাট মোজে ৫ই মে পুনের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কার্ডিয়াক অ্যারেস্টের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানা…

Avatar

পুনে : দেশব্যাপী “গোল্ড ম্যান” নামে পরিচিত ৩৯ বছর বয়সী সম্রাট মোজে ৫ই মে পুনের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কার্ডিয়াক অ্যারেস্টের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যেহেতু দেশজুড়ে লকডাউন চলছে তাই তার শেষকৃত্যে খুব কম সংখ্যক মানুষকেই দেখা যায়। তার পরিবারে রয়েছেন মা, স্ত্রী এবং দুই সন্তান।

মোজে একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। তিনি সাধারণত গলায় ৮-১০ কেজি সোনার অলঙ্কার পরতেন। সেই কারণেই তার নাম দেওয়া হয় “গোল্ড ম্যান”। এছাড়া তিনি সংগমওয়াড়ি এলাকার বিখ্যাত রাজনীতিবিদ এবং এমএলএ রামভাউ মোজের ভাইপো ছিলেন। কিছুদিন আগে তার নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলার জন্য অভিযোগ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এইবারই প্রথম নয় যখন কোনো সোনার অলঙ্কার পরতে অভ্যস্ত ব্যাক্তি মারা গেলেন। এর আগে ২০১১ সালে রমেশ ওয়াঞ্জালে নামক এক ব্যাক্তি ৪৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। উল্লেখযোগ্যভাবে তিনিও “গোল্ড ম্যান” নামে পরিচিত ছিলেন। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। তার মৃত্যুর পর সম্রাট মোজেকেই “গোল্ড ম্যান” হিসেবে চিনতো সবাই।

About Author