Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গঙ্গাজল থেকে তৈরি হবে করোনার প্রতিষেধক?

স্টাফ রিপোর্টার: গঙ্গাজল থেকে তৈরি হতে পারে করোনার প্রতিষেধক, এমনটাই দাবি করেছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। জলশক্তি মন্ত্রকের করা সেই দাবি ভিত্তিহীন বলে জানালো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR।…

Avatar

স্টাফ রিপোর্টার: গঙ্গাজল থেকে তৈরি হতে পারে করোনার প্রতিষেধক, এমনটাই দাবি করেছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। জলশক্তি মন্ত্রকের করা সেই দাবি ভিত্তিহীন বলে জানালো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR। সংস্থার তরফে জানানো হয়েছে, এমন কোনো সম্ভাবনাই নেই। তাই তারা এই বিষয়ে কোনো পরীক্ষানিরীক্ষা করতেও আগ্রহী নয়।

গঙ্গাজল থেকে তৈরি হতে পারে করোনার প্রতিষেধক, এই বিষয়ে ICMR কে পরীক্ষা করার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। ICMR এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনো সম্ভাবনাই নেই। তারা গঙ্গাজল ক্লিনিক্যাল স্টাডিজ করতেও আগ্রহী নয়। ICMR এর ইভ্যালুয়েশন অফ রিসার্চ প্রপোজাল কমিটির প্রধান ডক্টর গুপ্তা বলেছেন, “এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। গঙ্গাজলে ভাইরাস প্রতিরোধক কিছু আছে কিনা তা আমাদের জানা নেই। তাই এই বিষয়ে হঠাৎ করে ক্লিনিক্যাল স্টাডিজ করাও সম্ভব নয়।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এর তরফ থেকে করোনার প্রতিষেধক তৈরি করতে গঙ্গার জল ব্যবহার করা যায় কিনা পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সেই প্রস্তাব কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের মাধ্যমে যায় ICMR এর কাছে। ICMR সেই প্রস্তাবই খারিজ করেছে। গঙ্গাজলে ইমিউনিটি পাওয়ার আছে বলে মনে করেন অনেকে, যা অনেক প্রাণঘাতী ভাইরাস মেরে ফেলতে সাহায্য করে। তবে এই বিষয়ে পরীক্ষা না করে স্বাস্থ্যবিধির দিকে নজর দেওয়াটাই যে বেশি গুরুত্বপূর্ণ তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ICMR।

About Author