Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আতঙ্কের মধ্যে কিছুটা স্বস্তি, দেশে করোনা মুক্ত ২১৬ জেলা

দেশে করোনার প্রকোপে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তবে সেরকম ভাবেই সুস্থ হয়ে উঠছেন অনেকে। তাই পরিস্থিতি দেখে যতটা জটিল মনে হচ্ছে আদতেও ততটা জটিল নয়, এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের…

Avatar

দেশে করোনার প্রকোপে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তবে সেরকম ভাবেই সুস্থ হয়ে উঠছেন অনেকে। তাই পরিস্থিতি দেখে যতটা জটিল মনে হচ্ছে আদতেও ততটা জটিল নয়, এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। তিনি আরও জানান, দেশের মধ্যে ২১৬টি জেলায় করোনায় আক্রান্তের কোনো খোঁজ নতুন করে পাওয়া যায়নি। এছাড়া দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যার তালিকাও তিনি দেখিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে দেখা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১২২৭ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৯০ জন। তাই আক্রান্তের সংখ্যা বাড়লেও সেভাবেই বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। গোটা দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৬,৫৪০ জন। তাই সামগ্রিক চিত্রটি যতটা শোচনীয় মনে হয়েছিল, ততটাও নয়। এখনো পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যাকে বাদ দিলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭,৯১৬ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল আরও জানান, এই মুহূর্তে গত ২৮ দিনের মধ্যে দেশের ৪২ টি জেলায় নতুন করে কোভিড-১৯ এর সংক্রমণের খবর পাওয়া যায়নি। আর তার ফলেই প্রতিনিয়ত দেশের মধ্যে গ্রিন, অরেঞ্জ ও রেড জোনের তালিকা পাল্টে যাচ্ছে। নতুন একটি তালিকা তৈরি করা হয়েছে যা প্রতিটি রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল।

About Author