Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চালু ‘ফ্রি মাছ বাজার’, লকডাউনে বিনামূল্যে মাছ পেলেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, মালদা: লকডাউনের ফলে বন্ধ সমস্ত কাজকর্ম। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া গরীব মানুষ গুলো। এই লকডাউনে এবার তাদের স্বাদ বদলের ব্যবস্থা করলো মালদহের ইংরেজ বাজারের এক তৃণমূল…

Avatar

স্টাফ রিপোর্টার, মালদা: লকডাউনের ফলে বন্ধ সমস্ত কাজকর্ম। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া গরীব মানুষ গুলো। এই লকডাউনে এবার তাদের স্বাদ বদলের ব্যবস্থা করলো মালদহের ইংরেজ বাজারের এক তৃণমূল কাউন্সিলর। মালদহের ইংরেজ বাজারের বালুরচর জোড়া ট্যাঙ্কি এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে ‘ফ্রি মাছ’ বাজার। ইংরেজ বাজারের ১২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাসের উদ্যোগে শুরু হয়েছে এই ফ্রি মাছ বাজার।

প্রথম দিনেই শতাধিক মানুষের হাতে তুলে দিয়েছেন ফ্রি মাছ। ওই কাউন্সিলর জানিয়েছেন আরও কয়েকদিন গরীব মানুষের হাতে ফ্রি মাছ তুলে দেওয়া হবে। মালদহের ইংরেজ বাজার পুরসভার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা প্রায় ৮০০০। যাদের প্রত্যেকেই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর। সরকারের দেওয়া রেশনে কোনরকমে তাদের চলছে। তাদের মুখে হাসি ফোটাতেই এই অভিনব ব্যবস্থা করলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কাউন্সিলর বলেছেন, “এই লকডাউনে অনেকের কাছে মাছ মানে বিলাসিতা। কিন্তু প্রতিদিন তো আর আলুসিদ্ধ ভাত খাওয়া যায় না। তাই স্থানীয় মানুষদের পাতে মাছের ব্যবস্থা করা হচ্ছে।” সরকারের তরফে রেশনে ফ্রিতে চাল, ডাল, আটা পেয়েছেন। এবার ফ্রি মাছ পেয়ে খুবই খুশি এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে ওল্ড মালদহ পুরসভার তৃণমূল কাউন্সিলর সফিকুল ইসলাম তার ওয়ার্ডে ফ্রিতে সবজি থেকে শুরু করে সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়েছিলেন। তারপর এই ব্যবস্থা করলেন ইংরেজ বাজারের তৃণমূল কাউন্সিলর।

About Author