ঔরঙ্গাবাদের দুর্ঘটনায় শ্রমিক পরিবারদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেললাইনে ঘুমিয়ে পড়া ক্লান্ত পরিযায়ী শ্রমিকদের উপর ট্রেন চলে যাওয়ার ঘটনায় ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ঔরঙ্গাবাদ হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। রেলের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।
জানা গেছে, মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া মধ্যপ্রদেশের পরিযায়ী শ্রমিকরা ঘটনার দিন রেললাইন ধরে নিজের রাজ্যে ফিরছিলেন। দীর্ঘ পথ হাঁটার ক্লান্তিতে এক সময় লাইনের উপরেই শুয়ে পড়েন তাঁরা। এই সময় তাদের উপর দিয়ে একটি মালগাড়ি চলে যায়। এই দুর্ঘটনায় মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত এই পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
এই ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছে ভারতীয় রেল মন্ত্রক। ঘটনার দিন ভোরবেলা শ্রমিকদের লাইনে শুয়ে থাকতে দেখেন মালগাড়ির চালক। আপদকালীন ব্রেক কষেও ট্রেন থামাতে সফল হয়নি সে। এমনটাই জানিয়েছে রেল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে রেলের। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার যথাযথ তদন্ত করতে রেলমন্ত্রী পিযুষ গয়ালকে নির্দেশ দিয়েছেন তিনি। নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।