দুদিনের প্রবল গরম কাটিয়ে আবার আসতে চলেছে বৃষ্টি। ইতিমধ্যেই কয়েকটি জেলায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। রবিবার সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী চারদিন এই ঝড়বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল। গত দুদিন কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হলেও প্রবল গরম ছিল।
আজ তার থেকে কিছুটা রেহাই মিলবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসযা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ গত ২৪ ঘন্টায় ৪১-৯১ শতাংশ ছিল।