কলকাতানিউজরাজ্য

আগামীকাল থেকে কলকাতার ১৫টি রুটে চলবে সরকারি বাস, রুটগুলি জেনে নিন

Advertisement

এবার কলকাতার ১৫টি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। আগামী ১৩ই মে থেকে সবরকম সতর্কতা বিধি মেনে কলকাতার ১৫টি রুটে চলবে সরকারি বাস। প্রতিটি বাসকে স্যানিটাইজ করা হবে এবং বাসগুলিকে জীবানুমুক্ত করে তবেই রুটগুলিতে ছাড়া হবে। বাসে ২০ জনের বেশি যাত্রী বহন করা যাবে না। প্রত্যেক যাত্রীকে মাস্ক ব্যবহার করতে হবে।

বাসগুলি যে রুটে চলবে তার তালিকা দেওয়া হল-

* বালিগঞ্জ-ডানলপ
* হাওড়া-নিউটাউন
* হাওড়া বারুইপুর
* হাওড়া-গড়িয়া ( এস-৭ ও এস-৫)
* এসপ্ল্যানেড-আমতলা
* টালিগঞ্জ-করুণাময়ী
* বারাসাত-গড়িয়া
* বারাসাত-জোকা
* যাদবপুর-করুণাময়ী
* হাওড়া-কামালগাজি
* হাওড়া-ঠাকুরপুকুর

এছাড়া আরও তিনটি রুটে চলবে বাস। তবে বাসে ২০ জনের অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। যদিও এদিন মঙ্গলবার থেকে হাওড়া, সল্টলেক, কলকাতা ও ব্যারাকপুরে অ্যাপ ক্যাব পরিষেবা সচল করা হয়েছে। এই অ্যাপ ক্যাব পরিষেবা সচল করার মাধ্যমে যারা জরুরি পরিষেবায় যুক্ত রয়েছেন অর্থাৎ করোনার সঙ্গে জীবন বাজি রেখে লড়াই করছেন এবং সরকারি ও বেসরকারি জরুরি বিভাগে কর্মরতদের জন্য এই অ্যাপ ক্যাব পরিষেবা সচল করা হল চার শহরে। তবে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই চলছে এই ক্যাব।

Related Articles

Back to top button