করোনার সংক্রমণ কমছেই না। কিছুতেই আটকানো যাচ্ছে না এই মারণ ভাইরাসকে। দিন দিন বেড়েই চলেছে করোনার গ্রাস। বুধবার কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় আরও ১২২ জন করোনাতে মারা গেছেন। আর সংক্রমিত হয়েছেন ৩,৫২৫ দিন। মোট মৃতের সংখ্যা ২,৪১৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪,২৮১ জন।
দেশে মোট সুস্থ হয়েছেন ২৪, ৩৮৬ জন। দেশের এই সুস্থতার সংখ্যা মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যার প্রায় সমান। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,৪২৭। সবচেয়ে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র। মুম্বাই সবচেয়ে বিপর্যস্ত। মৃতের সংখ্যা ৯২১ জন। মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট। আক্রান্তের সংখ্যা ৮, ৯০৩ জন। আর তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৮,৭১৮ জন। রাজধানী শহর দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৭,৬৩৯ জন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবাংলায় আক্রান্তের সংখ্যা ২,১৭৩ জন। মৃত্যু হয়েছে ১৯৮ জনের। আর সুস্থ হয়েছেন ৬১২ জন। ফলে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১,৩৬৩ জন। রাজ্যের মধ্যে কোলকাতাতে বসবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। কোলকাতাতে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও ক্রমেই বাড়ছে।