চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে ২০২০ সালের আগস্ট মাসে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) দশম শ্রেণির পরীক্ষার সমস্ত উত্তরপত্রের মূল্যায়ন ক্রিয়া সম্পন্ন করেছে এবং চলতি বছর অর্থাৎ ২০২০ সালের আগস্ট মাসে ফলাফল ঘোষণা করা হবে এমনটাই আশা করা হচ্ছে। এই মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২০২০ সালের ১৮ই ফেব্রুয়ারি এবং শেষ হয় ২০২০ সালের ২৭শে ফেব্রুয়ারি। পরীক্ষার্থীরা WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে wbbse.org এবং wbresults.nic.in পরীক্ষার সমস্ত ফলাফল জানতে পারবে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমগুলিকে জানান, “মূল্যায়ন পরবর্তী প্রক্রিয়া শেষ হতে একমাসের মতো সময় লাগবে, তারপর চলতি বছরের আগস্ট মাসে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা যেতে পারে বলে আশা করা হচ্ছে।” অপরদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আগামী ১০ই জুনের পর রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার বাকি পরীক্ষাগুলির প্রক্রিয়া সমাপ্ত কথা ঘোষণা করব। সেই বিষয়ে বোর্ডকে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নিতে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া দেশে লক ডাউন উঠে গেলে ও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ই মার্চ ২০২০ এবং তা শেষ হওয়ার কথা ছিল ২৭শে মার্চ ২০২০তে। কিন্তু করোনার সংক্রমণের জেরে পশ্চিমবঙ্গ সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রক্রিয়ায় স্থগিতাদেশ আনতে বাধ্য হয়।