আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের আর্থিক প্যাকেজ সম্পর্কে বলেছেন,”কেন্দ্রের প্যাকেজ আইওয়াশ। কেন্দ্রের এই প্যাকেজ আদতে অশ্বডিম্ব। রাজ্যগুলিকে কিছুই দেয়নি কেন্দ্র। দুর্ভোগের সময় মানুষকে ধোকা দেবার চেষ্টা। টাকা না থাকলে রাজ্যগুলির চলবে কি করে? রাজ্যের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্র। কেন্দ্রের এই ঘোষণা বিগ জিরো।”
তিনি আরও বলেছেন, বিপদে পড়া মানুষগুলোকে কিছুই দেওয়া হয়নি এই প্যাকেজে। করোনা মোকাবিলার জন্য বরাদ্দ টাকা কোথায়? এই প্রশ্ন ও তিনি করেছেন। কৃষিঋণ মকুব হয়নি এই প্যাকেজে। অসংগঠিত ক্ষেত্রে জন্য কেন্দ্র কিছু দেয়নি। মানুষের বাঁচার অধিকার থমকে গেছে। ২ মাস ধরে দেশের মানুষের রোজগার বন্ধ রয়েছে, মানুষের খুব কষ্টে দিন চলছে।
এই লকডাউন আসলে মানুষের জন্য লকআউট।
বিস্তারিত আসছে, সঙ্গে থাকুন।