কলকাতানিউজরাজ্য

ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী, কবে আসবে বৃষ্টি জানাল হাওয়া অফিস

Advertisement

হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিলেও দেখা নিয়ে বৃষ্টির। ক্রমেই চড়ছে পারদ। দিনের শুরু থেকেই তাপমাত্রা বাড়ছে। আর দুপুরে রোডের তেজ হচ্ছে প্রখর। এরফলে গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। কলকাতাতে বৃষ্টির দেখা নেই বেশ কয়েকদিন ধরে। বৃষ্টি আসবে আসবে করেও দেখা মিলছে না বৃষ্টির। আজ সকাল থেকেই ফের শুরু রোদের তাপ আর ভ্যাপসা গরম। এই গরমের হাত থেকে বাঁচতে বৃষ্টির খুব প্রয়োজন।

তবে হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘের ঘনঘটাও দেখতে পাওয়া যাবে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতাতে বৃষ্টির দেখা না মিললেও রাজ্যের বেশ কিছু জেলাতে ভালোই ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কালবৈশাখীও হয়েছে। দক্ষিণ বঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি তাও হচ্ছে। কিন্তু কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেখা মিলছে না বৃষ্টির।

কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমান ৫৬ শতাংশের বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। সোমবার থেকে প্রতিদিনই তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রির বেশি ছিল। ফলে এই অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। বৃষ্টির আশায় রয়েছেন কলকাতাবাসী।

Related Articles

Back to top button