রাজ্যে বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। নতুন করে ২১ টি জোনকে কন্টেইমেন্ট জোন বলে চিহ্নিত করা হলো। এর ফলে ৫৭৯ থেকে বেড়ে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হলো ৬০০। এবার কন্টেইনমেন্ট জোনের তালিকায় ঢুকে গেলো উত্তর দিনাজপুরের নামও। পাশাপাশি কলকাতাতেও বাড়লো কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে উত্তর ২৪ পরগণাতেও।
গত রবিবার কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩২৬, আজকের পর তা বেড়ে হলো ৩৩৯। উত্তর ২৪ পরগণাতে গত রবিবার ছিল ৯২ টি কন্টেইনমেন্ট জোন, আজ তা হলো ১০৯ টি। নদীয়াতেও বেড়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। ১ টি থেকে ২ টি হয়েছে সেখানে। পশ্চিম মেদিনীপুরে ৫ থেকে বেড়ে হয়েছে ৬ টি। এই জেলা গুলিতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়লেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, মালদা, হাওড়া ও হুগলিতে বাড়েনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযা যথেষ্টই স্বস্তির খবর রাজ্য সরকারের কাছে। উপরের জেলা গুলির পাশাপাশি বাকি জেলা গুলির মধ্যে জলপাইগুড়ি এবং পূর্ব বর্ধমানে ১টি, দার্জিলিঙ এবং কালিম্পঙে ২টি করে কন্টেইনমেন্ট জোন বেড়েছে। উত্তর দিনাজপুরও এবার কন্টেইনমেন্ট জোনের তালিকায় এসে গেলো। এদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২৩৭৭ এ, মৃত্যু হয়েছে ১৪৩ জনের।