আন্তর্জাতিকনিউজ

চীনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুমকি মার্কিন প্রেসিডেন্টের

Advertisement

করোনা ভাইরাস ছড়ানোর জন্য প্রথম থেকেই চীনকে দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার চীনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমরা অনেক কিছুই করতে পারি। চীনের সাথে সব সম্পর্ক শেষ করে দেবো।” চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও কোনোরকম আলোচনা করতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন ট্রাম্প। এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, “আমার সাথে জিনপিংয়ের খুবই ভালো সম্পর্ক, তবে এই মুহূর্তে আমি কোনো আলোচনায় ইচ্ছুক নই।”

করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়ানোর জন্য চীনই যে দায়ী, প্রথম থেকেই একথা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের গবেষণাগার বা মাছের বাজার, এখান থেকেই সারা বিশ্বে করোনা ছড়িয়েছে বলে বিশ্বাস ট্রাম্পের। ট্রাম্প এর আগে একাধিকবার চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এমনকি মার্কিন বিদেশ সচিব মাইক গেম্পেও চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্টের এই সম্পর্ক ছিন্ন করার কথায় জিনপিংয়ের উপর যে চাপ বাড়বে একথা নিঃসন্দেহে বলা যায়।

মার্কিন প্রেসিডেন্ট এর আগে জানিয়েছিলেন, করোনা ভাইরাসের প্রভাবে আমেরিকার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য চীনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন। যদিও এদিন এ বিষয়ে তিনি কিছুই বলেননি। আমেরিকা একাধিকবার করোনার উৎপত্তিস্থল উহানে গিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটিদের তদন্তের জন্য চীনের কাছে অনুমতি চেয়েছে। সেই বিষয়ে ট্রাম্প বলেন, “আমরা যেতে চাইলে চীন মুখের উপর না করে দিয়েছে। তারা আমাদের সাহায্য চায়না, তার মানে নিশ্চয় চীন কিছু লুকোচ্ছে।” করোনা ভাইরাসে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, সেখানে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০,০০০ এর বেশি মানুষের।

Related Articles

Back to top button