লকডাউন ৪.০ শুরু হবে ১৮ মে থেকে। প্রধানমন্ত্রী জানিয়েছেন লকডাউন ৪.০ আসবে নতুনভাবে। অর্থাৎ আরও বেশি ছাড় মিলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা জনাইছেন করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই মানুষকে চলতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সেই কথাই বলেছে। তবে এবারের লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে বলে আশা করা যায়।
সূত্রের খবর অনুযায়ী গ্রিন জোনগুলিতে পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক করে দেওয়া হতে পারে। অরেঞ্জ জোনগুলিতে আরও বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা আনা যেতে পারে। এমনকি রেড জোনে ও বহু ক্ষেত্রে ছাড় মিলতে পারে। প্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্য ট্রেন চালু থাকবে। যদিও প্যাসেঞ্জার ট্রেন কবে থেকে চালু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। দেশের মধ্যে বিমান পরিষেবা খুব শীঘ্রই চালু হতে পারে বলে জানা যাচ্ছে।
রেড জোনে অটো, ট্যাক্সি, বাস চালু হতে পারে। তবে বিশেষ নিয়ম থাকবে এবং যাত্রীসংখ্যা নির্দিষ্ট করা থাকবে। এমনকি মেট্রো রেল চালু হতে পারে বলে সূত্রের খবর। ই-কমার্সে সব রকমের পণ্য হোম ডেলিভারিতে ছাড় মিলতে পারে। বেশ কিছু রাজ্য দিল্লি, কর্ণাটক , অন্ধ্রপ্রদেশ, কেরল অর্থনৈতিক পরিকাঠামো শুরু করতে চায়। কিন্তু বেশ কিছু রাজ্য লকডাউন বাড়াতে চায়। অন্তত মে মাসের শেষ পর্যন্ত লকডাউন থাকার সওয়াল করেছে বেশ কয়েকটি রাজ্য।