দেশের মধ্যে সবথেকে করোনায় আক্রান্তের হার বেশি মহারাষ্ট্রে। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কেন্দ্রের সিদ্ধান্তের আগেই রাজ্যে লক ডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন। আগামী ৩১ শে মে পর্যন্ত মহারাষ্ট্রে লক ডাউনকে দীর্ঘায়িত করলেন উদ্ধব ঠাকরে। সে রাজ্যে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১১৩৫ জনের।
সমীক্ষা বলছে চলতি মাসের শেষের দিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যেতে পারে। মহারাষ্ট্রের মুম্বাইতে সবথেকে খারাপ অবস্থা। মুম্বাইয়ে করোনার সংক্রমণের ফলে জেরবার অবস্থার কারনে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন।
গত শুক্রবার মহারাষ্ট্রের অর্থনৈতিক হালকে কিভাবে ক্রমে স্বাভাবিক করা যায় সেই সম্বন্ধে জোট শরিক এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এদিকে আজই কেন্দ্রীয় সরকারের তরফে চতুর্থ দফার লক ডাউনের নয়া নির্দেশিকা ঘোষণা করার কথা। তার আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ্যে ৩১ শে মে পর্যন্ত লক ডাউন বৃদ্ধি করলেন।