মানুষের একটি স্বভাব হলো কোনো সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করা। হোটেলের অতিথিরা এমন কিছু কাজ করেন যা আসলে করা উচিত নয়। এছাড়া নিরাপত্তা ও অন্যান্য কারণেও হোটেল রুমে কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত। হোটেল রুমে এমন কাজ করা উচিত নয়…
১) বাথরোব চুরি করা
২) কোনোকিছু ভেঙে যাওয়া ও তা গোপন রাখা
৩) সুটকেস বা ড্রেসারে মূল্যবান অলংকার রাখা
৪) বাথরুমের দরজা সামান্য খোলা রাখা
৫) বিছানা ভালোভাবে না দেখা