দিঘা থেকে আর মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাপের সাইক্লোন আমফান। আর কলকাতা থেকে ১৯০ কিলোমিটার দূরে রয়েছে। বিকেল ৪ টা থেকে ৬ টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে সব থেকে বেশি ক্ষতি হবে বলে জানানো হয়েছে। যত বেলা বাড়বে ততই এর দাপট বাড়ছে।
ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে তান্ডব। কোথাও তুমুল বৃষ্টি হচ্ছে, কোথাও শুরু হয়েছে ঝড়ের দাপট। কলকাতার বেশ কিছু এলাকাতে গাছ উপড়ে গেছে। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে নদীতে ধস শুরু হয়েছে। রেড রোডে গাছ উপড়ে গেছে, নিউ আলিপুরে গাছ ভেঙেছে। কলকাতার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া সব জেলাতেই তান্ডব বেড়েই চলেছে। ফ্রেজারগঞ্জে ঝড়ের গতিবেগ ইতিমধ্যেই ৮০ কিলোমিটারের বেশি।
মন্দারমনিতে গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়েছে। দিঘাতে বোল্ডার তুলে ফেলেছে সমুদ্রের জল। তাজপুরে সমুদ্রের সামনে গাছগুলির সাথে লাইট পোস্ট নড়ছে। কলকাতাতে সমস্ত উড়ালপুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। দিঘাতে দুপর ২ টো নাগাদ বাড়ির চাল উড়ে গেছে।