আমফানের তান্ডব যেতে না যেতেই ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা সহ কলকাতাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমফানের ধ্বংসলীলার চিত্র।
কলকাতায় শনিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় এখনও চারিদিকে আমফানের জন্য বহু গাছ রাস্তায় পড়ে রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিস্তীর্ণ অংশ। এমনকি জল পরিষেবাও বন্ধ আছে কলকাতার বিভিন্ন এলাকায়। ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। আজ বাতাসে আদ্রতার পরিমান ৬৪-৯২ শতাংশ।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এই বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। পূবালী হাওয়া ও দক্ষিণী হাওয়ার জেরে সাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। আর তার জন্যই এই বজ্রগর্ভ মেঘ নিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।