কয়েকদিন আগেই রাজ্যে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’। বিধ্বস্ত হয়েছে একাধিক এলাকা, সাথে প্রাণ গেছে বহু মানুষের। পরিস্থিতি এখনও স্বাভাবিক হতে না হতেই ফের আগামী তিন-চারদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। শুধু তাই নয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
জানা গিয়েছে পূবালী ও দক্ষিণী হাওয়ার মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এ রাজ্যে। যার ফলে দুই বঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, যথা – আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।
শুধু তাই নয়, আজ বিকেলের পর থেকে দক্ষিনবঙ্গের ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টি অন্যদিকে পুরুলিয়া ও বাঁকুড়াতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতায় ঝড় বৃষ্টির পরিমাণ আগামী মঙ্গল ও বুধবার থেকে বাড়তে পারে।
আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। বেলা যত বাড়তে থাকে তাপমাত্রাও তত বৃদ্ধি পায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকালের তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। জানা গিয়েছে ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান হয় ৬৪ থেকে ৯৪ শতাংশ।