এবছর দেশে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে জানিয়েছিল IMD বা India Meterological Department .দেশের বেশ কিছু জায়গাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে। এছাড়া উত্তরভারতের বেশ কিছু রাজ্যে তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে। তাই লাল সতর্কতাও জারি করা হয়েছে। দুপুরে ১ টা থেকে ৫ টা পর্যন্ত বাড়ি থেকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে IMD .
আবহাওয়া দফতর জানিয়েছে দিল্লিতে সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ৪৬ ডিগ্রির বেশি হতে পারে। রবিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রির বেশি। শুধু দিল্লি নয়, এই তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও রাজস্থানে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
তবে দিল্লিতে ২৮ তারিখের পর গরমের দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বেশ কয়েকটি জায়গাতে গরমের পরিমান খুব বাড়বে।