BREAKING : ফের ভূমিকম্পে কাঁপল দেশ, একসাথে তিন জায়গাতে হল ভূমিকম্প

ফের ভূমিকম্পে কাঁপল দেশ। দিল্লিতে আবার ভূমিকম্প হল। তবে এবার শুধু দিল্লি নয়, হরিয়ানা ও পাঞ্জাবে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬। রাত ৯ টা ৮ মিনিটে ভূমিকম্প অনুভূত…

Avatar

ফের ভূমিকম্পে কাঁপল দেশ। দিল্লিতে আবার ভূমিকম্প হল। তবে এবার শুধু দিল্লি নয়, হরিয়ানা ও পাঞ্জাবে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬। রাত ৯ টা ৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎসস্থল হরিয়ানার রোহতকের পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে। দিল্লি থেকে ৬৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল।

কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এই নিয়ে দিল্লিতে তিনবার ভূমিকম্প হয়েছে। এর আগে ১২ এপ্রিল দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। তারপর ১৩ এপ্রিল ও ভূমিকম্প হয়। ফের আরেকবার ভূমিকম্প হয়েছিল ৩ মে। প্রতিবারই ভূমিকম্পের তাপমাত্রা ৩.৫-র নিচে ছিল। এবারেই কম্পনের মাত্রা ছিল ৪.৬।

দিল্লিতে একদিকে করোনাতে সংক্রমণের হার বেড়েই চলেছে। তার উপর বারবার ভূমিকম্প মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এই ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

About Author