Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চীন-আমেরিকার কূটনৈতিক যুদ্ধের মধ্যেই বাড়লো সোনার দাম, দেখে নিন আজকের দাম

Updated :  Friday, May 29, 2020 10:22 PM

গতকালের তুলনায় আজ কিছুটা বাড়লো সোনার দাম। গত চারদিনের মধ্যে আজ বাড়লো সোনার দাম। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.৩৪% বেড়ে হয়েছে ৪৬,৫৬৫ টাকা। সমগ্র বিশ্বেই বেড়েছে সোনার দাম, তার প্রভাব এবার পড়লো ভারতের বাজারেও। আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৫,৬১০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৭,০১০ টাকা।

সোনার দাম বাড়ার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে ০.৩%। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৪৮,৭১০ টাকা। এ মাসের শুরুতে সোনার দামে রেকর্ড বৃদ্ধি হয়েছিল। সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার টাকার উপরে পৌঁছে গিয়েছিল। তারপর থেকে সোনার দামে ওঠানামা অব্যাহত আছে।

হংকং ইস্যুতে চীন এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক যুদ্ধ ক্রমশই বাড়ছে, আর তার প্রভাব পড়ছে বিশ্ব বাজারে। এর ফলেই বাড়ছে সোনার দাম। ভারতে সোনার দাম নির্ভর করে বিদেশের বাজারে সোনার দামের উপর, ফলে ভারতেও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে সোনার দর।