বেশ কিছুদিন আগেই প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ এর কবলে পড়েছিল পশ্চিমবঙ্গ এবং ওড়িশার অনেকগুলি অঞ্চল। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। এই বিষয়ে দিল্লীর মৌসম ভবন জানিয়েছে যে, লাক্ষাদ্বীপের কাছাকাছি আরব সাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেটি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ কররে পারে। শুধু তাই নয় আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র ও গুজরাটের উপকূল অঞ্চলে।
মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই নিম্নচাপটি বর্ষার আগমনের গতি আরও বাড়িয়ে দেবে। বর্তমানে মোট দুটি ঘূর্ণিঝড় আরব সাগরে তৈরি হচ্ছে। একটি আফ্রিকা উপকূলের দিকে ঘেঁসে ওমানের দিকে চলে যেতে পারে। আর অন্যটি আছড়ে পড়তে পারে ভারতীয় উপকূলে।
এই বিষয়ে মৌসম ভবনে ঘূর্ণিঝড়ের দায়িত্বে থাকা আধিকারিক সুনীতা দেবী জানিয়েছেন, “আগামী ২৪ ঘণ্টায় আরব সাগরের নিম্নচাপটি শক্তিশালী এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সবশেষে পরিণত হতে পারে ঘূর্ণিঝ়ড়ে।”
অন্যদিকে, এক আবহাওয়া পূর্বাভাস সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমাগত উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। এরফলে সেটি আগামী ৩রা জুন মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে। যার জেরে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবিদের সমুদ্র যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।