কলকাতানিউজরাজ্য

আজই রাস্তায় নামবে সব বাস, জেনে নিন কোথায় কত ভাড়া?

Advertisement

লকডাউন পর্ব পেরিয়ে শুরু হয়েছে আনলক-১ পর্ব। স্বাভাবিক জীবনযাপনে ফেরার প্রস্তুতি শুরু করছে সাধারণ মানুষ। তবে ভাড়া অত্যধিক হলেও মিলছে না পর্যাপ্ত মাত্রায় বাস পরিষেবা। বারবার এমনই অভিযোগ করেছেন অফিস যাত্রীরা। যদিও এই বিষয়ে বাস মালিকদের দাবী, কম যাত্রী এবং পুরনো ভাড়া নিয়ে বাস চালানো সম্ভব নয়। তবে এবার যাত্রীদের স্বস্তি দিয়ে মিললো সমাধানের পথ।

জানা গিয়েছে, বাস ভাড়া বৃদ্ধি বিষয়ক রেগুলেটরি কমিটি আগামী ৮ই জুন বেসরকারি বাসগুলির জন্য একটি নতুন ভাড়ার তালিকা প্রকাশ করতে চলেছে। তবে তার আগে অন্য একটি নিয়ম চালু করে সব বাস পথে নামানোর সিদ্ধান্ত নিল ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট’। বৃহস্পতিবার থেকে বাসে উঠলেই দিতে হবে নূন্যতম ১০ টাকা।

এই বিষয়ে বুধবার বাস সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, “আপাতত নতুন ভাড়াগুলি হলো যথাক্রমে ১০, ১৫, ২০ ও ২৫ টাকা।” অন্যদিকে বাস-মিনিবাস অপারেটর ইউনিয়ন এর তরফ থেকেও জানিয়েছে, যে তারা বৃহস্পতিবার থেকে এই ভাড়াতেই তাদের সব বাসগুলি নামাতে চলেছে।

উল্লেখযোগ্য, আগামী ৯ই জুন নতুন ভাড়ার চার্ট প্রকাশ করা হবে। তবে তার তার আগে পর্যন্ত যাত্রীদের নতুন ভাড়ার বিষয়ে কোনো জোর করা যাবে না, তার পরিবর্তে অনুরোধ করা যেতে পারে। এই সিদ্ধান্তের ফলে খুশি সাধারণ মানুষ।

Related Articles

Back to top button