মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের একাধিক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুধু ভারী বৃষ্টি নয়, এর সাথে বইতে পারে প্রবল হাওয়া। প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। মৌসম ভবনের পক্ষ থেকে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে। মূলত পূর্ব উত্তরপ্রদেশ ও পশ্চিম উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা আছে।
খুব শীঘ্রই উত্তরপ্রদেশে বর্ষা প্রবেশ করবে বলে জানানো হয়েছে। আগামী ২০ জুন থেকে উত্তরপ্রদেশে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা আছে। আগামীকাল এই ঝড়-বৃষ্টির কারণ হিসাবে জানা গেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এর জন্যই বৃষ্টি হতে পারে। এই ঝড় বৃষ্টির সময় বাড়ি থেকে বেরোতে ও নিষেধ করা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশুধুমাত্র পূর্ব বা পশ্চিম উত্তরপ্রদেশ নয়, মধ্য উত্তরপ্রদেশেও ঝড়-বৃষ্টি হতে পারে। তবে প্রবল বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশের এলাকাগুলিতে। এই এলাকায় বিশেষ সতর্কতা জারি রয়েছে। এমনকি জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট।