বৃহস্পতিবার নবান্নের তরফে একটি ঘোষণা করা হয়েছে। জানান হয়েছে, এবার থেকে রাত ৯টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরোনো যাবে না।
জরুরী কাজ ছাড়া বেরোনো যাবে না। এই নিয়ম কার্যকর করা হয়েছে ৪ঠা জুন বৃহস্পতিবার রাত ৯টা থেকে। অর্থাৎ এরপর রাত ৯টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে যে নাইট কার্ফু জারি ছিল তাতে, সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত দরকার ছাড়া বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার তা বদলে এদিন নতুন নিয়ম কার্যকর করেছে রাজ্য সরকার। তাই এবার থেকে সময় বদলে গিয়ে হয়েছে রাত ৯টা থেকে পরদিন সকাল ৫টা।