কলকাতানিউজরাজ্য

ভ্যাপসা গরম থেকে স্বস্তি, রাজ্যের বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Advertisement

জ্যৈষ্ঠের গরমে নাজেহাল বঙ্গবাসী। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, তবুও গরমের দাপট কমছে না। বরং বাড়ছে। আজ সকাল থেকেই রোদের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের দাপট।এই গরমে মানুষ একেবারে নাজেহাল। বৃষ্টি হলে সামান্য স্বস্তি মিলতে পারে। তবে এবার ফের আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিল। ৬ ও ৭ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন ঘটতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

আজ সকাল থেকেই কলকাতা শহরের আকাশ রোদ ঝলমলে। আজ কলকাতার সর্বোচ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালে আকাশের রোদের তেজ বজায় থাকলেও বেলা যত বাড়বে ততই কিছু এলাকাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আবহবিদদের অনুমান অনুযায়ী ,ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে কেরলে। এদিকে রাজ্যেও জলীয় বাষ্প প্রবেশ করছে। যার জেরেই বর্ষার আগমনী সংকেত পাচ্ছে আবহাওয়াবিদরা। এদিকে তামিলনাড়ু, পন্ডিচেরির বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার ধীরে ধীরে তা বাংলার দিকে আসার পালা।

Related Articles

Back to top button