দেশ জুড়ে জারি হয়েছে পঞ্চম দফার লকডাউন। আর এর মাঝেই দাম কমলো সোনার। বিশ্ববাজারে সোনার দাম সস্তা হওয়ার সাথে সাথেই ভারতের বাজারেও খানিকটা দাম কমেছে সোনার। আজ সোনার দাম ০.৭% কমে হয়েছে ৪৬,৩৬৯ টাকা প্রতি ১০ গ্রামে। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। রুপোর দাম প্রতি কেজিতে ০.৮% কমেছে।
আজ রুপোর দাম প্রতি কেজিতে ৪৮,৪০২ টাকা হয়েছে। গত কয়েকদিন থেকেই ক্রমশ ওঠানামা করছে সোনার দাম। আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমে ০.৭%।
গতকাল বাজার বন্ধ হওয়ার সময় যে দাম ছিল ৪৬,৬০০ টাকা। ভারতে সোনার দাম ঠিক হয় মূলত শেয়ার বাজারের ওঠানামা এবং বিশ্ববাজারে সোনার দামের উপর। বিশ্ব বাজারে এদিন সোনার দামে কিছুটা পতন হয়েছে, আর তারপ্রভাব সরাসরি পড়েছে ভারতের বাজারে। বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারী দেশ ভারত। বিদেশ থেকে আমদানি করা সোনার উপর জিএসটি, মেকিং চার্জ এবং রাজ্য সরকারের দেওয়া শুল্ক চেপে সাধারণ মানুষের কাছে পৌঁছায় সোনার দাম।