কেরালার পর ফের আরেকবার নৃশিংস ঘটনার সাক্ষী হল দেশ। এবারের ঘটনা হিমাচলপ্রদেশের বিলাসপুর। খাবারে মোড়া বিস্ফোরক চিবিয়ে খাবার ফলে চোয়াল উড়ে গেল এক গর্ভবতী গরুর। এই গরুটির অবস্থা আশঙ্কাজনক হলেও এখনও বেঁচে রয়েছে গরুটি। আহত গরুটির গলাতেও অনেকটা ক্ষত হয়েছে। এই ঘটনাটি ঘটেছে ২৬ মে।
ওই আহত গরুটির মালিক গুরুদয়াল সিং একটি ভিডিও তৈরী করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছেন এবং তিনি পুলিশের কাছে এই ঘটনার বিচার চেয়েছেন। তিনি বলেছেন, তাঁর প্রতিবেশী নন্দলাল এই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছেন। জানা গেছে, ওই গরুটি প্রায় নন্দলালের জমিতে যেত। তাই ওই জমিতে বিস্ফোরক ভর্তি খাবার রেখে দেওয়া হয়। আর ওই খাবার খেয়ে ফেলে গরুটি। ঘটনার পর থেকেই পলাতক নন্দলাল।
এই ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে। গরুটির মালিক তার প্রতিবেশীর নাম অভিযোগ করেছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই গরুটির চোয়ালের পাশাপাশি গলার একপাশে বিশাল ক্ষত তৈরী হয়েছে। গরুটির বর্তমান অবস্থা আশঙ্কাজনক।