জঙ্গিদমনে বড়সড় সাফল্য সেনাবাহিনীর, ২৪ ঘন্টায় ৯ জঙ্গি খতম কাশ্মীরে

রবিবার কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের পাঁচ জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনাবাহিনী। গতকালের পর আজ আবার চার জঙ্গিকে খতম করলো সোনাবাহিনী। ২৪ ঘন্টায় নয় জন জঙ্গি খতম করলো ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আজ…

Avatar

রবিবার কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের পাঁচ জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনাবাহিনী। গতকালের পর আজ আবার চার জঙ্গিকে খতম করলো সোনাবাহিনী। ২৪ ঘন্টায় নয় জন জঙ্গি খতম করলো ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আজ কাশ্মীরের সোপিয়ান জেলার পিঞ্জোরা এলাকায় চার জঙ্গিকে খতম করে জওয়ানরা। চার জঙ্গি মারা যাওয়ার সাথে সাথে তিন জওয়ানও জঙ্গিদের গুলিতে আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কয়েকদিন আগে কাশ্মীরের সোপিয়ান জেলায় হিজবুল মুজাহিদিন জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে খবর আসে সেনাবাহিনীর কাছে। তারপরই গতকাল সোপিয়ানের রিবেন গ্রামে এনকাউন্টার চালায় জওয়ানরা। এনকাউন্টারে মারা যায় পাঁচ জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে একজন একজন হিজবুল মুজাহিদিনের কমান্ডার ফারুক আসাদ নাল্লি বলে শনাক্ত করা হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে জানায় জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।

এরপরই রবিবার রাতে রিবেন গ্রাম থেকে ১২ কিলোমিটার দূরে পিঞ্জোরায় অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। বিশেষ সূত্রে খবর পেয়ে, গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। ঘিরে ফেললে জঙ্গিরা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পাল্টা গুলি চালানো হয় জওয়ানদের তরফেও। সেখানেই চার জঙ্গি মারা যায় বলে খবর পাওয়া যায় সোমবার সকালে। ঘটনায় তিন জওয়ানও আহত হয়, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে জওয়ানরা।

About Author