দেশনিউজ

দিল্লিতে বার বার ভূমিকম্প থেকে হতে পারে ভয়ঙ্কর দুর্যোগ! বিজ্ঞানীরাও রয়েছেন আশঙ্কায়

Advertisement

দিল্লিতে বার বার ভূমিকম্প অনুভূত হচ্ছে। আবার সোমবার দুপুর ১ টা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী শহর। এদিন মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ২.১। এইদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির গুরুগ্রাম সীমান্ত। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। এর আগেও দিল্লিতে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১২ মে দিল্লিতে ভূমিকম্প হয়েছিল।

দেশের বিভিন্ন জায়গায় গত ২ মাসের মধ্যে ১২ বার ভূমিকম্প হয়েছে। বিজ্ঞানীরা এই বার বার ভূমিকম্পকে ভালো চোখে দেখছেন না। আবার কিছু বিজ্ঞানীরা বলছেন, এই ছোট ছোট ভূমিকম্প হয়ে যাওয়ায় বড় ভূমিকম্পের সম্ভাবনা কম। আবার আরেক দলের মতে, ছোট ছোট ভূমিকম্পের থেকে বড় ভূমিকম্প হতে পারে।

দিল্লিতে এতবার ভূমিকম্প হবার ফলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দিল্লির বেশ কিছু এলাকা জলাভূমি হবার কারণে বিভিন্ন এলাকার মাটি পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার মাধ্যমে জানা গেছে, কোনও এলাকায় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, আবার কিছু এলাকা সুরক্ষিত রয়েছে। দিল্লিতে প্রায় বেশিরভাগ বিল্ডিং অসুরক্ষিত অবস্থাতে রয়েছে। আর ঠিক সেখানেই ভূমিকম্পের সম্ভাবনা বেশি রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

Related Articles

Back to top button