সেনা প্রত্যাহার নয়, সীমান্তে শক্তি বাড়াচ্ছে চিন, প্রস্তুত ভারতও
লাদাখ সীমান্তের অস্থিরতা কাটাতে উদ্যোগী হয়েছিল দুই দেশের সরকার। সামরিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছিল ভারত ও চিন। শনিবারের পর বুধবারের বৈঠকেও ইতিবাচক ফলের আশা দেখা গিয়েছিল। কিন্তু এর মধ্যেই সব আশায় জল ঢেলে সীমান্তে শক্তি বাড়াতে শুরু করেছে চিন। যেকোন ধরনের পরিস্থিতির মোকাবিলায় তৈরি রয়েছে ভারতও।
জানা গেছে, ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শক্তি বাড়াতে শুরু করেছে চিন। প্রায় ৪ হাজার কিমি জুড়ে নতুন করে সেনা মোতায়েন করতে শুরু করেছে বেজিং। চিনের এই পদক্ষেপের পাল্টা প্রস্তুতি শুরু করেছে ভারতও। ইতিমধ্যে সেনা বাড়ানো হয়েছে অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশের সীমান্ত এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর।
সংবাদসংস্থা এএনআই এ বিষয়ে জানান, লাদাখের পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, সিকিম ও অরুণাচল প্রদেশের সীমান্ত বরাবর সেনা বাড়াতে শুরু করেছে চিন। সামরিক শক্তি মজবুত করতে প্রস্তুত রেখেছে যুদ্ধ সরঞ্জামও। একইসঙ্গে আরও জানিয়েছে যে, মঙ্গলবার থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আজ আবার সেনা মোতায়েন করতে শুরু করেছে ভারতও।